রাঙামাটিতে নতুন করে ৩জন আক্রান্ত, মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ - Southeast Asia Journal

রাঙামাটিতে নতুন করে ৩জন আক্রান্ত, মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলায় নতুন করে আরো ৩জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সবমিলিয়ে এখনো পার্বত্য শহর রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ !

গত ২২মে শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৫ টি রিপোর্টের মধ্যে ৩ টি পজিটিভ এবং ৪২ টি নেগেটিভ এসেছে।

শুক্রবার আসা রিপোর্টে নতুন করে শনাক্ত তিন করোনা রোগীর একজন রাঙামাটি শহরের এবং বাকি দুজন নানিয়ারচর ও কাউখালী উপজেলার। রাঙামাটি শহরের আক্রান্ত ব্যক্তি শহরের এ্যালায়েন্স হাসপাতালের কর্মী বলেও নিশ্চিত হওয়া গেছে।

নতুন করে তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
এই তিনজনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৬। এদের মধ্যে প্রথম আক্রান্ত ৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টাইনে আছেন।