খাগড়াছড়িতে করোনাভাইরাসে নতুন করে আরও একজন আক্রান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২১ জন। নতুন শনাক্ত হওয়া ব্যক্তি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা ফেরত। এর মধ্য দিয়ে খাগড়াছড়ির নয় উপজেলার মধ্যে সাত উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ।
তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ। আক্রান্ত অবস্থায় যারা আছেন, তারাও সুস্থ আছেন। তবে নেপচুন চাকমা নামে একজনের শরীরে সংগৃহীত তৃতীয় নমুনাও পজেটিভ এসেছে।
