খাগড়াছড়ির মানিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু - Southeast Asia Journal

খাগড়াছড়ির মানিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে করোনার উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের উদ্যোগে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহে মেডিক্যাল টিম, দাফন-কাফনে স্বেচ্চাসেবী দল ও পুলিশ সরজমিনে পাঠানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মোঃ কোরবান আলীর মেয়ে গার্মেন্টস কর্মী শারমিন আক্তার (২৩) গত ১৯ মে প্রশাসনের অজান্তে গ্রামের বাড়িতে আসে, আজ তার মৃত্যু হয়।