করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি দবিরুল ইসলাম এমপি - Southeast Asia Journal

করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি দবিরুল ইসলাম এমপি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম, এমপি। গত রবিবার (২৩ আগষ্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার জানান, গত ২১ আগষ্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। সিভিল সার্জন আরও জানান, রবিবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরো ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

জানা যায়, প্রবীণ এই সংসদ সদস্য বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন।