টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ - Southeast Asia Journal

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত হতে সাতাঁর কেটে ইয়াবার চালান আনার সময় অভিযান চালিয়ে ১লাখ ৪০হাজার ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি।

জানা যায়, গত ২৯ আগষ্ট রাত ১০টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে বিআরএম-১৫-এ অবস্থান নেয়। কিছুক্ষণ পর উক্ত স্থানের ১শ গজ উত্তর দিক হতে সাতাঁর কেটে ২টি বস্তা নিয়ে লোকজন আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে, তখন মাদক পাচারকারীরা বস্তা ২টি ফেলে সরু নাফনদী সাতঁরিয়ে মিয়ানমারে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী করে ২টি বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১লাখ ৪০হাজার পিস ইয়াবা পাওয়ার কথা জানায় বিজিবি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ইয়াবা জোন সদরে জমা করা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।