গুইমারায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক মধ্যরাতে এক উপজাতি ব্যক্তিকে গুলি করে করে হত্যা - Southeast Asia Journal

গুইমারায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক মধ্যরাতে এক উপজাতি ব্যক্তিকে গুলি করে করে হত্যা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় মধ্যরাতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক জেন্দ্র ত্রিপুরা (৪৮) নামের এক উপজাতি ব্যক্তিকে তার বাড়িতে প্রবেশ করে গুলি করে হত্যা ও লাশ নিয়ে যাবার খবর পাওয়া গেছে। পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম প্রহরের আনুমানিক রাতে একটার দিকে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ফেরকুমার কার্বারী পাড়ার বাসিন্দা মংশি ত্রিপুরার ছেলে জেন্দ্র ত্রিপুরার বাড়িতে রাত ১টার দিকে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র একদল সশস্ত্র সন্ত্রাসী এসে হঠাৎ গুলি করে লাশ নিয়ে পালিয়ে যায়। এসময় বাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে ঘরের রক্তাক্ত মেঝেতে একটি গুলির খোসা দেখতে পায়। বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও জেন্দ্র ত্রিপুরার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।