ঝিনাইদহ ও সিলেটে ৭ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

ঝিনাইদহ ও সিলেটে ৭ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ঝিনাইদহ ও সিলেট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পৃথক ভাবে বিজিবি ও জনতার হাতে আটক হয়েছে ৭ রোহিঙ্গা। গত ১৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর বাসিন্দা। পরবর্তীতে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে তাদের ভ্যানে করে ভারত যেতে সহযোগিতার অপরাধে নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, বেশ কয়েকজন পুরুষ ও নারী বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তের মান্দারতলা বাজারে অভিযান চালায়। পরে রাস্তার পাশে একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

অন্যদিকে, গত ১৪ অক্টোবর বুধবার রাতে সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের ভূঁইয়ার বাজারে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক রোহিঙ্গারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় তারা ভূঁইয়ার বাজার দিয়ে দ্রুত সিলেটের দিকে চলে যায়। এরপর রোহিঙ্গারা মোবাইল ফোনে কার সঙ্গে যেন কথা বলে কান্না করতে থাকে। তখন একজন দেখে তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারে এরা রোহিঙ্গা। স্থানীয়দের কাছে তারা জানিয়েছেন, কুতুপালং ক্যাম্প থেকে বেড়াতে এসে রাস্তা ভুলে জকিগঞ্জে এসেছে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের জানিয়েছেন, তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের মাধ্যমে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ভারতে অনুপ্রবেশ করতে হয়তো জকিগঞ্জে এসেছে। ভারতে তাদের আত্মীয়স্বজনরা রয়েছেন বলেও জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন ওই রোহিঙ্গারা।