মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার অভিযোগপত্র জমা দিয়েছে গাম্বিয়া
 
নিউজ ডেস্ক
রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনকে গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পত্র জমা দিয়েছে আফ্রিকার দেশ গাম্বিয়া। গত ২৩ অক্টোবর শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে তথ্য-প্রমাণসহ ৫শত পৃষ্ঠার একটি স্মারক অভিযোগ পত্র জমা দেয় আফ্রিকার দেশটি। এছাড়াও এই অভিযোগ পত্রের সাথে অতিরিক্ত আরও পাঁচ হাজার পৃষ্ঠার সহায়ক তথ্য-উপাত্ত জমা দেয় গাম্বিয়া। অভিযোগ পত্রে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার সরকার কীভাবে দায়ী এ সকল নথিপত্র তুলে ধরা হয়।
এদিকে গাম্বিয়ার দায়ের করা মামলাকে সমর্থন করে নেদারল্যান্ডস এবং কানাডাও আবেদন পেশ করবে বলে জানা গেছে। গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। প্রাথমিক শুনানির পর এ বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরিভিত্তিতে চার দফা অন্তর্বর্তী পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দেন এই আদালত।
