কক্সবাজারে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের রামু খুনিয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৮শত ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১৫’র সদস্যরা। গত সোমবার (২ অক্টোবর) রাতে তাদের আটক করার কথা জানিয়েছে র্যাব। আটককৃত মােঃ শাহ আলম (৩০) রামু উপজেলার খুনিয়াপালং এর কেচুয়া বুনিয়া গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে এবং জিয়াবুল হাকিম (২৯) কালারপাড়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে।
সূত্র মতে, র্যাব-১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী রাম থানাধীন বাইপাস সড়কের মাথা সংলগ্ন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকশ আভিযানিক উল্লেখিত স্থানে পৌছালে মাদক ব্যবসায়ীরা আভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের হাতে থাকা শপিং ব্যাক তল্লাশী করে ১৫ হাজার ৮শত ২০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭৯ লক্ষ ১০ হাজার টাকা।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু হানায় হস্তান্তর করা হয়েছে ।