সাধারণ নির্বাচনের আগ মূহুর্তে মিয়ানমারে উগ্র বৌদ্ধ সন্ন্যাসী ইউ উইরাথুর আত্নসমর্পণ - Southeast Asia Journal

সাধারণ নির্বাচনের আগ মূহুর্তে মিয়ানমারে উগ্র বৌদ্ধ সন্ন্যাসী ইউ উইরাথুর আত্নসমর্পণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে পলাতক থেকে মিয়ানমারের সাধারণ নির্বাচনের ঠিক আগ মূহুর্তে দেশটির জাতীয়তাবাদী বৌদ্ধ সন্ন্যাসী ইউ উইরাথু পুলিশের কাছে নিজেকে সোপর্দ করেছেন। গত সোমবার (২ নভেম্বর) ইয়াঙ্গুনের পুলিশের কাছে তিনি আত্নসমর্পন করেন বলে জানা গেছে। এদিন বিকেলে ডাগন টাউনশিপে শহরের পশ্চিম জেলা পুলিশ চিফের কার্যালয়ে তিনি সমর্থকবেষ্টিত হয়ে আসেন।

আত্নসমর্পনের আগে সন্ন্যাসী তাকে পলাতক জীবনে প্রেরণে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিলো বলে অভিযোগ করে সরকার তাকে প্রায় দুই বছর আত্মগোপন থাকতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ করেন ইউ উইরাথু। তিনি তার অনুসারীদের বলেন, ‘এই কারণেই আমি আজ এখানে এসেছি; মহানা [মিয়ানমারের সর্বোচ্চ বৌদ্ধ কর্তৃপক্ষ] এর কয়েকজন সিনিয়র সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা জানানোর পরে পুলিশ যেখানে আমাকে নেতৃত্ব দেবে সেখানেই যেতে হবে’।

এর আগে, ইয়াঙ্গুনের পশ্চিম জেলা আদালত গত বছরের মে মাসে সরকারের প্রতি অসন্তোষের অভিযোগে ইয়াঙ্গুন আঞ্চলিক সরকার দন্ডবিধির ১২৪ (ক) এর অধীনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার পরে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। বিধি মোতাবেক তার বিরুদ্ধে মামলা হলে তাকে ৭ থেকে ২০ বছর জেল অথবা জরিমানার মুখোমুখি হতে হবে। তবে পরোয়ানা জারি হওয়ার পরপরই ইউ উইরাথু নিজেকে ধরা দেওয়ার কথা বললেও তিনি আত্নগোপনে চলে যান।

এদিকে, কেন তিনি হঠাৎ সোমবার নিজেকে ধরা দিয়েছেন তা স্পষ্ট নয়- বিশেষত যখন মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র ছয় দিন রয়েছে। ২০১৪ সালে এনএলডি ক্ষমতায় আসার পর থেকে সন্ন্যাসী এবং অন্যান্য জাতীয়তাবাদীরা দেশজুড়ে সামরিকপন্থী প্রচার চালায়। একই সাথে, জাতীয়তাবাদীরা রোহিঙ্গা ইস্যুতে সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিচারের চেষ্টা করার জন্য পাশ্চাত্যের নিন্দা করার সময় মিয়ানমার সেনাবাহিনীকে দেশ ও বৌদ্ধধর্মের অভিভাবক হিসাবে প্রশংসা করে।