অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধি না মানায় কক্সবাজারে ৬টি হোটেল-রেস্তোরাঁকে জরিমানা
 
নিউজ ডেস্ক
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে ৬টি রেস্তোরাঁকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গত ৩রা নভেম্বর মঙ্গলবার দুপুরে কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকার বিভিন্ন রেস্তোরায় যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে কয়লা রেস্টুরেন্ট, কাশফুল রেস্টুরেন্ট, কাশবন রেস্টুরেন্ট,পউষী বাংলা রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজ, ইনসানিয়াত রেস্তোরাঁ ও আল বোগদাদিয়া রেস্তোরাঁ সহ মোট ৬টি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান,শহরের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, রান্নাঘরে সদ্য কাটা মুরগির উচ্ছিষ্ট ও কাটা পা রাখা। একই ফ্রিজে কাঁচা মাংস, মসলা,ড্রামে অপরিস্কারভাবে কাটা সবজি রাখা। রান্নাঘরও অপরিচ্ছন্ন। প্রতিটি হোটেল অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছিল, খাবারে ঢাকনা দেওয়া ছিল না। তিনি আরও জানান,জেলাবাসী ও ভ্রমনে আসা পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
