খাগড়াছড়ির রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা নভেম্বর বুধবার সকালে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে বিজিবির পক্ষে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচ এম সেলিম হাসান ও বিএসএফ এর পক্ষে উদয়পুর সেক্টরের ডিআইজি জামিল আহমেদ ‘র নেতৃত্বে বাংলাদেশের খাগড়াছড়ি ও গুইমারা সেক্টরের ৬ জন ব্যাটালিয়ন কমান্ডার, ৪ জন ষ্টাফ অফিসার ও ৩ জন কোম্পানী কমান্ডার এবং অপরপক্ষে বিএসএফ প্রতিনিধি দলে ৪ জন ব্যাটালিয়ন কমান্ডার, ৩ জন ষ্টাফ অফিসার ও ৪ জন কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, সম্মেলনে উভয় দেশের সীমান্ত সংক্রান্ত সমসাময়িক বিষয়াবলী এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়নে ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে উভয় পক্ষ একযোগে কাজ করতে একমত হন। পরে উভয় পক্ষ নিজেদের মধ্যে সীমান্তে চোরাচালানে জড়িত ব্যক্তিদের তালিকা হস্তান্তর করেন।

বৈঠক শুরুর আগে সকাল ১০টার দিকে সীমান্তবর্তী ফেনী নদী পার হয়ে বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির সেক্টর কমান্ডারগণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে স্বাগত জানান।