দিনাজপুরে বিএসএফ কর্তৃক ২ র্যাব সদস্য আটক, পতাকা বৈঠকের মাধ্যমে ৯ ঘণ্টা পরে মুক্ত
![]()
নিউজ ডেস্ক
দিনাজপুরের চিরিরবন্দরের পনট্টি ইউনিয়নের বি-আমতলী স্বরসতীপুর সীমান্তে অভিযানে যাওয়া ২ র্যাব সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব পিলার ১ এর কাছ থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটককৃতরা হলেন, র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সহঅধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বকর সিদ্দিক। এদিকে ২ র্যাব সদস্যকে আটক করে নিয়ে যাওয়ার নয় ঘণ্টা পরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ ১১ নভেম্বর বুধবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে র্যাব সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। উপজেলার বি-আমতলী সরস্বতীপুর সীমান্ত এলাকায় অভিযানে যাওয়া দুই র্যাব সদস্যকে গতকাল দুপুর ২টার দিকে তুলে নিয়ে যায় বিএসএফ।’ ‘গতকাল সাদা পোশাকে পাঁচ জন র্যাব সদস্য মোটরসাইকেলে সীমান্ত এলাকা সমজিয়া মণ্ডলপাড়ায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন। মাদক চোরাকারবারিরা পালিয়ে পাশেই ভারতের একটি গ্রামে আশ্রয় নেন। র্যাব সদস্যরা ভুল করে ওই গ্রামে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা দুই জন র্যাব সদস্যকে আটক করেন’ বলেন আশিক বিল্লাহ।
স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তি বি-আমতলী স্বরসতীপুর সীমান্তের সমজিয়া মণ্ডলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে মোটর সাইকেলযোগে সিভিল পোষাকে অভিযানে যায় ৫ জন র্যাব সদস্য। দুটি ভাগে বিভক্ত হয়ে একটি ভাগে ২ জন এবং একটি ভাগে ৩ জন র্যাব সদস্য ভিন্নভাবে অভিযান শুরু করে। কিন্তু অজ্ঞতাবশত ভারতের অভ্যন্তরে ঢুকে যায় তারা। সেখানে ৩ জন র্যাব সদস্য ভারতীয় নাগরিক ইসরাফিলের ছেলে মিলনকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় সে চিৎকার শুরু করলে মোশাররফ মাষ্টার ও হিরোসহ কয়েকজন মিলে মিলনকে ছিনিয়ে নিয়ে র্যাব সদস্যদের উপর হামলা চালায়। এ সময় সেখানে থাকা ৩ জন র্যাব সদস্য নিজেদের নিরাপত্তার জন্য এক রাউন্ড গুলি করে কৌশলে পালিয়ে আসে। গুলির শব্দ শুনে অপর প্রান্তে থাকা ২ জন র্যাব সদস্য তাদের সাথীদের উদ্ধারে এগিয়ে যায়। ততক্ষণে ঘটনাস্থলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা হাজির হলে স্থানীয় জনগণের সহায়তায় ওই ২ র্যাব সদস্যকে আটক করে তাদের ভারতীয় সমজিয়া ক্যাম্পে নিয়ে যায়।