কক্সবাজারের রামুতে এক কোটি ৭৭ লক্ষ টাকার ইয়াবাসহ র‍্যাবের হাতে রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

কক্সবাজারের রামুতে এক কোটি ৭৭ লক্ষ টাকার ইয়াবাসহ র‍্যাবের হাতে রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এক কোটি ৭৭ লক্ষ টাকার ইয়াবা টেবলেটসহ কক্সবাজারের রামু’র চেইন্দা বাজার থেকে এক রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত রোহিঙ্গা ইয়াবা কারবারীর নাম অলী আহমেদ (৩২)। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, রামু উপজেলার দক্ষিণ মিটাছড়ি চেইন্দা বাজার মনির আহমদ সওদাগর এর দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর ১৪ নভেম্বর রাত ৯টার দিকে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত রোহিঙ্গা ইয়াবা কারবারীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে এক কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩৫ হাজার ৩৮০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে। ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারীকে আটক করার পূর্বে তার আচরণ র‍্যাব সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয় এবং র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দ্রুত পালাতে চেষ্টা করে। ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারবারী অলী আহমেদ উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পের রুস্তম আলী ও শহর বানু’র পুত্র।

উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে রামু থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।। ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারা দেশে বেচা কেনা করতো বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।