টেকনাফে বিজিরি অভিযানে এক লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবাসহ আটক ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক ১ জন আসামীসহ তিন কোটি নব্বই লক্ষ টাকা মূল্যমানের এক লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামী মোঃ হার বশর (২০) মিয়ানমারের আকিয়াব জেলার বুছিডং থানার ছেরুহা এলাকার ইমাম হোসেনের ছেলে বলে জানা যায়।
জানা যায়, ১৭ নভেম্বর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ উপজেলাধীন হৃীলা ইউপিস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে এবং টেকনাফ-কক্সবাজার প্রধান সড়ক হতে আনুমানিক ১০০ গজ পূর্ব দিক দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদলটি আনুমানিক দেড়টায় বিআরএম-১০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে লবণ মাঠ এলাকা দিয়ে ১ জন ব্যক্তিকে প্লাষ্টিকের একটি বস্তা মাথায় করে নাফ নদী পার হয়ে মিয়ানমার হতে আসতে দেখে। বর্ণিত ব্যক্তির চলাচল সন্দেহ হওয়ায় টহলদল তাৎক্ষণিক উক্ত ব্যক্তিকে ধরার জন্য চ্যালেঞ্জ করে। বর্ণিত ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল তড়িৎ গতিতে ধাওয়া করে বর্ণিত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির নিকটে রক্ষিত প্লাষ্টিকের বস্তাটি তল্লাশী করে তিন কোটি নব্বই লক্ষ টাকা মূল্যমানের এক লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।