কক্সবাজারে র‌্যাবের হাতে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

কক্সবাজারে র‌্যাবের হাতে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। তার নাম মো. মিজান (২১)। সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের মো. আমিনের ছেলে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ১৯ নভেম্বর সকালে এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জালিয়াপালংস্থ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় লাখ ইয়াবা সহ মো. মিজান নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও বলেন, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।