চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবা আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে দুই জন নারীও রয়েছেন। তারা হলেন- ছাহারা খাতুন, হোসনা বেগম এবং মিজানুর রহমান। ৩০ নভেম্বর সোমবার জেলার লোহাগাড়া থানা সদর এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে লোহাগাড়া থানা সদর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।