কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
গত ১লা ডিসেম্বর মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আমিনুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে টেকনাফের উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।