৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থানকে গুরুত্ব দেয়ার পরামর্শ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনার মধ্যেই এসডিজি অর্জনে সামনের বছরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি, রাজস্ব আহরণে গুরুত্ব দিয়ে সরকারকে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিকভাবে করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সঠিক পথেই আছে সরকার। ২০২১ থেকে ২০২৫, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার। পাঁচ বছরে চ্যালেঞ্জ রয়েছে, কোভিড মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধার, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া এবং এসজিডি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া।

এসব বিষয়ে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) পর্যালোচনামূলক অনলাইন সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এতে রাজস্ব আহরণে নেয়া কৌশল বাস্তবায়ন ও বিদেশি বিনিয়োগ না বাড়া, বেসরকারি বিনিয়োগ থমকে থাকা, আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সিপিডি। একই সঙ্গে আসছে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ১৪ ভাগ রাজস্ব বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই কঠিন বলে জানায় সংস্থাটি। অর্থনীতিবিদরা বলেন, দেশে বিনিয়োগ বাড়ছে না কিন্তু জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। যা কোনভাবে গ্রহণযোগ্য নয়। বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকারের সব পরিকল্পনা বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা।

সভায় পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম বলেন, আগামীতে বেরসকারি খাতে গুরুত্ব দিয়েছে সরকার। কোভিডেও বিদেশি বিনিয়োগ কমবে না বলে মনে করেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সঠিক নীতিতেই এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনে অভ্যন্তরীণ কর্মসংস্থানে ৭৩ শতাংশ অর্জন ও কোভিডের মধ্যেও কৃষির উৎপাদন ইতিবাচক বলে উল্লেখ করে সিপিডি।