প্রজ্ঞাপন জারি করে খাগড়াছড়ি জেলা পরিষদ গঠন, নতুন চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু - Southeast Asia Journal

প্রজ্ঞাপন জারি করে খাগড়াছড়ি জেলা পরিষদ গঠন, নতুন চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এবং ফ্যাক্সবার্তায় প্রেরিত এক পত্রে ২০১৫ সালের ২৫ মার্চ গঠিত অর্ন্তবর্তীকালীন একজন চেয়ারম্যান ও ১৪ সদস্যের পরিষদ বাতিল করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে চৌদ্দ সদস্যের মধ্যে সদস্য হিশেবে যথাক্রমে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম. আব্দুল জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোশ চাকমা, জেলা আওয়ামীলীগ সদস্য শুভমঙ্গল চাকমা সুদর্শী, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক নীলোৎপল খীসা, সাবেক খাগড়াছড়ি পৌর চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা আওয়ামীলীগের মহিলা বিয়ক সম্পাদক শতরুপা চাকমা এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য শাহিনা আকতারকে মনোনয়ন দেয়া হয়েছে।