বান্দরবানে পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ - Southeast Asia Journal

বান্দরবানে পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার ১শ ৫০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলেন, ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া ৫নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে জিয়াউল হক (২৮), বালুখালি ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (২০) ও বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মূল্লার ছেলে ছৈয়াদ কাসেম (২১)।

গত সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলার নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয় বলে জানান থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ জানায়, এদের মধ্যে জিয়াউল হককে ঘুমধুম বেতবুনিয়া হেডম্যন পাড়া এলাকা থেকে ৪৮হাজার ৭শ ৫০পিস ইয়াবাসহ, নুর মোহাম্মদকে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ৯হাজার ৫০পিস এবং ছৈয়দ কাসেম কে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ১হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক করা হয় ।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন আরো বলেন, ইয়াবাগুলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে থেকে নিয়ে আসা হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত। আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।