শৈত্যপ্রবাহে বিপর্যস্ত নয়াদিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল
![]()
নিউজ ডেস্ক
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তরাঞ্চলের জনজীবন। সেই সঙ্গে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বেলা বাড়লেও ঘন কুয়াশায় মোড়ানো নয়াদিল্লি। দেখা মিলছে না সূর্যের। হেডলাইট জ্বালিয়েই গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। রয়েছেন দুর্ঘটনার আতঙ্ক।
স্থানীয় এক বাসিন্দা জানান, গত দু’তিনদিন ধরে বেশ কুয়াশা পড়েছে। সকালে হাঁটতে বের হলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি যেভাবে চলছে তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আরেক বাসিন্দা জানান, কুয়াশা এতই বেশি যে সামনের কিছুই দেখা যাচ্ছে না। দুর্ঘটনা বাড়ার আশঙ্কাও বেশি।
কুয়াশার পাশাপাশি দিল্লিতে জেঁকে বসেছে তীব্র শীত। বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর অবস্থাও নাজুক।
কাশ্মীরে তুষারপাতের সরাসরি প্রভাব পড়েছে উত্তরাঞ্চলে। জম্মু কাশ্মীরে তুষারপাতের পাশাপাশি গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বরফ জমে বেশ কিছু অঞ্চলে বন্ধ রয়েছে যান চলাচল। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।