কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে ৭কোটি টাকা মূল্যের দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে ৭কোটি টাকা মূল্যের দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যমানের দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত ১৯ ডিসেম্বর রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ লেদা মোচনী লবণ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, লেদা মোচনী লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠ ও বেড়ীবাঁধের পিছনে গোপনে অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে টহলদল দুইজন দুষ্কৃতিকারী ব্যক্তিকে ছ্যুরিখাল বিজিবি পোষ্ট হতে আনুমানিক ৩০০ মিটার দক্ষিণ-পশ্চিমে এবং বিআরএম-১০ হতে ৮০০ মিটার উত্তর-পূর্ব কোন দিয়ে লবণের মাঠ ব্যবহার করে ২ টি বস্তা কাঁধে মোচনী গ্রামের দিকে গমন করতে দেখে। টহলদল নাইট ভিশন ডিভাইস দ্বারা উক্ত ব্যক্তিদ্বয়কে দেখা মাত্র তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতিকারীগণ দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাসমূহ ফেলে দিয়ে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে মোচনী গ্রামের ভিতর ঢুকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ২টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যমানের দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।