সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ - Southeast Asia Journal

সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। ২৩ ডিসেম্বর বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার আমিরুল বলেন, কোস্টগার্ডের একটি টহল দল বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। ট্রলারটির গতিপথ সন্দেহজনক হওয়ায় থামাতে বলা হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে।

তিনি আরও বলেন, পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজন পালিয়ে যায়। কুয়াশা বেশি থাকায় পালিয়ে যাওয়া লোকজনকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।