সরকারী শীতবস্ত্র বিতরণ নিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসীত)’র অপপ্রচার
নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত, অসহায় ও দুঃস্থদের চলমান শীতের প্রকোপ থেকে রক্ষা করতে সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় কর্তৃক বিতরণকৃত শীতের কম্বল বিতরণ নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে অপপ্রচার চালাচ্ছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত পন্থি ইউপিডিএফ। সংগঠনটির মানিকছদি উপজেলা সংগঠন ক্যহ্লাচিং মারমা ও স্থানীয় জনপ্রতিনিধি রয়েল চাকমা শীতবস্ত্র বিতরণের ছবি বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে নিজেদের বলে এসব অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, গত ২৮শে ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের প্রত্যন্ত জনপদে ইউনিয়ন পরিষদের মাধ্যমে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। সূত্র জানায়, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় কর্তৃক বিতরণের জন্য নির্ধারিত প্রায় ২৫০ পিস কম্বল বিভিন্ন ওয়ার্ডের দূর্গম এলাকায় বিতরণ করতে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের প্রদান করেন বেশ কিছু ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন। পরবর্তীতে ইউপি সদস্যরা সেসব শীতবস্ত্র (কম্বল) নিজেরা বিতরণ না করে স্থানীয় উপজাতি হেডম্যান ও কার্বারীদের প্রদান করেন তা অসহায়দের মাঝে বিতরণের জন্য। সংশ্লিষ্ট উপজাতি হেডম্যান ও কার্বারীরা বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণকালে কৌশলে ইউপিডিএফ (প্রসীত) এর বেশ কয়েকজন সদস্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেখানকার ছবি তুলে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে “মানিকছড়িতে শীতার্ত মানুষের মাঝে ইউপিডিএফের কম্বল বিতরণ” বলে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে প্রসীত পন্থি ইউপিডিএফের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও সংগঠনটির কারো কোন বক্তব্য পাওয়া যায় নি। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন জানিয়েছেন, এ বিষয়ে তার কিছু নেই।