হালদা থেকে পানি তোলা হলে তা নদীর জন্য ক্ষতিকর হবে না- স্থানীয় সরকার মন্ত্রী
 
                 
নিউজ ডেস্ক
মিরসরাই ইকোনমিক জোনের জন্য হালদা থেকে পানি তোলা হলে তা নদীর জন্য ক্ষতিকর হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ২রা ডিসেম্বর শনিবার দুপুরে চট্টগ্রামে চীন সরকার থেকে অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ভুল বোঝাবুঝি বাদ দিয়ে দেশের উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। মিরসরাই ইকোনমিক জোনে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন,’হালদা নদী থেকে তিনশ’ কিউসেক পানি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়। সেখান থেকে থ্রি পয়েন্ট সেভেন কিউসেক পানি যদি উত্তোলন করা হয়, তাহলে ওয়াটার ফ্লোর কোন সমস্যা হবে না।’ অনুষ্ঠানে ১৩ লাখ এলইডি বাল্ব উপজেলা চেয়ারম্যানদের মাঝে বিতরণ করা হয়।
