ইরাকের বোমা হামলায় নিহত বেড়ে ৩২, আইএসের দায় স্বীকার
 
নিউজ ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত ১১০ জন আহত হয়েছেন। জোড়া হামলার দায়ভার স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হামলার প্রসঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নৃশংস হামলা চালিয়ে নিরপরাধ মানুষ হত্যা করেছে তাদের চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।
গত কয়েক মাস ধরে হতাহতের এ ঘটনা ঘটেছে। বাগদাদ অপারেশন কমান্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল আজজাওয়াই ইরাকি বার্তা সংস্থা আইএনএকে বলেন, তায়ারান স্কয়ারের কাছে জনাকীর্ণ বাব আল সারজি মার্কেটে জোড়া বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। যখন ইরাকে থাকা মার্কিন সেনার মধ্যে আড়াই হাজার সেনা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তখনই সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠল দেশটি।
গত তিন বছরের মধ্যে ইরাকে এটি সবচেয়ে নৃশংস হামলা। ২০১৭ সালে ইরাক সরকার আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। এরপরও জঙ্গি সংগঠনটির সদস্যরা ইরাকের স্বল্প ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, ইরাক-সিরিয়ায় এখনো কমপক্ষে ১০ হাজার আইএস সদস্য সক্রিয়।
