দুর্নীতির দায়ে খাগড়াছড়ি হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ বরখাস্ত - Southeast Asia Journal

দুর্নীতির দায়ে খাগড়াছড়ি হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ বরখাস্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুর্নীতির অভিযোগে কলেজ ছাড়তে বাধ্য হচ্ছেন খাগড়াছড়ি এইচএম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. কাজী তোফায়েল আহম্মেদ। তার বিরুদ্ধে আনীত দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর তাকে বহিষ্কার করা হয়েছে।

এই সংক্রান্ত অফিস আদেশ জারি করে জেলা প্রশাসক ও খাগড়াছড়ি এইচএম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজের ম্যানেজিং (অ্যাডহক কমিটির) সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।

আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তা ডা. মো. কাজী তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ গ্রহণ এবং বিভিন্ন প্রকল্প গ্রহণ করে অর্থ আত্মসাৎসহ আনীত অধিকাংশ অভিযোগ প্রমাণিত। তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযােগে বিভাগীয় মামলা দায়ের এবং সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।

আদেশে আরো বলা হয় , বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড রেগুলেশন ১৯৮৫-এর রেগুলেশন ১০ অনুযায়ী ম্যানেজিং কমিটি ( অ্যাডহক কমিটি) কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুমোদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কাজী তোফায়েল আহাম্মদকে বৃহস্পতিবার থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।