অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টা, বিভিন্ন সীমান্তে নারী ও শিশুসহ আটক ৩৭ - Southeast Asia Journal

অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টা, বিভিন্ন সীমান্তে নারী ও শিশুসহ আটক ৩৭

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন অন্তত ৩৭ জন। দালালের সহযোগিতায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সীমান্তের সরিষাঘাটা এলাকা থেকে নারীসহ ৩ জন, শ্যামকুড় সীমান্তের একাশিপাড়া থেকে নারী ও শিশুসহ ১২ জন এবং একই এলাকা থেকে সুরমা বিশ্বাস (৭০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে।

এদিকে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত বাংলাদেশিদের বাড়ি ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, ব্রাহ্মনবাড়িয়া, মাদারীপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর, খুলনা জেলার বিভিন্ন উপজেলায়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম।

এছাড়া, নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় চার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭০ এর সাব-পিলার ৪ এর কাছ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মান্নান খোকার ছেলে আব্দুস সালাম বাবু (৪০), একই গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে গোলাম রব্বানী রুবেল (২৯), ওয়াজেদ আলীর ছেলে নুরুজ্জামান (৪৫) এবং উরজুল্লা বর্মণের ছেল প্রদীপ বর্মণ (৩৪)।

১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, আটকরা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার চেষ্টা করছিলেন। ঘটনাস্থল থেকে একটি কাঁটাতারের বেড়া কাটার কাঁচি ও বাঁশের তৈরি মাচা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

অন্যদিকে, লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পথে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ছয় কিশোরসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরে আটকদের মধ্যে ছয় কিশোরকে সমাজসেবা অধিদপ্তরে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-তুল্য রায় বর্মন (২৫), জাফর (২২), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), আমিত্র রায় (১৯), মাজ্জক খান (১৮), রাসেল (১৭), সোহেল (১৬), মাসুদ (১৬), রিপন (১৫), আকাশ (১৫) ও সহায়তাকারী দালাল শাকিল ইসলাম (২০)। এদের মধ্যে দালাল শাকিলের বাড়ি পাটগ্রামের দহগ্রামে। অন্যদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানায় পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে স্থানীয় দালাল শাকিলের মাধ্যমে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করে বিজিবি দহগ্রাম ক্যাম্পের টহল দল। শুক্রবার সকালে আটকদের নামে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি। আটকদের ১২ জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার দেখায় পাটগ্রাম থানা পুলিশ। আর অন্য ছয় কিশোরকে দুপুরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।