সেনা বিরোধী ধর্মঘটে উত্তাল মিয়ানমার - Southeast Asia Journal

সেনা বিরোধী ধর্মঘটে উত্তাল মিয়ানমার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে ধর্মঘট চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থার কড়া হুঁশিয়ারি দিলেও তা উপেক্ষা করেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত এবং অং সান সু চিসহ রাজনীতিকদের আটকের প্রতিবাদে সোমবার সাধারণ ধর্মঘট এবং রাস্তায় রাস্তায় বিক্ষোভ পালন করছেন হাজারো মানুষ। এদিকে, মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর যত দিন যাচ্ছে, ততোই ক্ষোভে ফুঁসে উঠছে মিয়ানমার, জোরালো হচ্ছে বিক্ষোভ। সামরিক জান্তাদের কোন রকমের হুঁশিয়ারিই পাত্তা দিচ্ছে না অভ্যূত্থানবিরোধিরা। গত ২১শে ফেব্রুয়ারি শনিবার বিক্ষোভে পুলিশের গুলিতে ২ জন নিহতের পর সোমবার ধর্মঘটের ডাক দেন বিক্ষোভকারীরা। এরপর সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, রাস্তায় নামলে সরাসরি গুলি করা হবে। ফলে, আরও বেশি সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় এমআরটিভি’তে বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা জানানো হয়েছিল। খবরে বলা হয়, দেখা যাচ্ছে প্রতিবাদকারীরা ২২ ফেব্রুয়ারি দাঙ্গা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। বিক্ষোভকারীরা দেশের জনগণ বিশেষ করে আবেগপ্রবণ কিশোর তরুণদের উস্কে দিয়ে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রাণহানি ঘটতে পারে। তবে, কারফিউ উপেক্ষা করেই ধর্মঘটের সমর্থনে রাস্তায় হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষোভাকারীদের একটাই দাবি জান্তা সরকারের পতন এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা।

এদিকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরতদের উপর সহিংসতা চালানোয় এ হুঁশিয়ারি দিলেন ব্লিনকেন। ওয়াশিংটন মিয়ানমারের জনগণের পাশে রয়েছে বলে জানান তিনি। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সু চির মুক্তির দাবি জানাবেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এর আগে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত তরুণীর শেষকৃত্যে জনতার ঢল নামে। তার কালো-সোনালি রংয়ের কফিনবাহী গাড়ি নিয়ে রাজপথে বিক্ষোভ হয়।