মুজিববর্ষ উপলক্ষ্যে বাঘাইছড়ি সীমান্তে বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত - Southeast Asia Journal

মুজিববর্ষ উপলক্ষ্যে বাঘাইছড়ি সীমান্তে বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে একটি সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শনিবার সকালে সীমান্তের ২৩০০ মেইন পিলার সংলগ্ন শূন্য রেখায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিএসএফ কর্তৃক আয়োজিত এ শোভাযাত্রায় বাংলাদেশের পক্ষে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে বিজিবি দল ও ভারতের পক্ষে বিএসএফ এর পানি সাগর বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব, ডেপুটি ডিআইজি আইজল, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট আরপি উদিত, ৯০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নিলন।

ঘন্টাব্যাপী চলা এই মৈত্রী সাইকেল শোভযাত্রা শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলাম।

এসময়, ভবিষ্যতেও দুই দেশের বিজিবি-বিএসএফ জোয়ানদের নিয়ে এধরণের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়করা। এছাড়া দুই দেশের বন্ধুতপূর্ণ সম্পর্ক আরো অনেক এগিয়ে নেয়ারও অঙ্গিকার করেন তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই দেশের সীমান্ত বাহিনীর সদস্যরা।