সীমান্তে পলাতক ৩ আসামি পুলিশের হাতে গ্রেফতার - Southeast Asia Journal

সীমান্তে পলাতক ৩ আসামি পুলিশের হাতে গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের শার্শা সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ মার্চ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে শার্শা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- যশোরের শার্শার চালিতাবাড়িয়া সোনাতনকাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২১), শার্শার শালকোনা (ডিহি) এলাকার রফিকুল ইসলামের ছেলে রনি বিশ্বাস (২২) ও বাগুড়ী গ্রামের ইয়াকুবের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।