যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৬ এশীয় নারীসহ নিহত ৮ - Southeast Asia Journal

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৬ এশীয় নারীসহ নিহত ৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আটলান্টায় তিনটি আলাদা বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৬ জন এশীয় নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। গত ১৬ মার্চ মঙ্গলবার ওই এলাকার একটি ম্যাসাজ পার্লার ও দুটি বিউটি স্পায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিই সব ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এরই মধ্যে ওই সন্দেহভাজনকে ঘটনার কয়েক ঘণ্টা পর জর্জিয়ার রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চেরোকি কাউন্টি শেরিফের কার্যালয়ের ক্যাপ্টেন জে বেকার বলেন, পিয়েডমন্ট কাউন্টির একটি পার্লারে ডাকাতির খবর পেয়ে সেখানে যান তারা। ঘটনাস্থলে পাওয়া যায় তিনজনের মরদেহ।

এদিকে আটলান্টার পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট সাংবাদিকদের জানান, ওই স্পায় হামলার ঘটনা নিয়ে পুলিশ যখন তদন্তকাজ চালাচ্ছিল, তখন একই সড়কের আরেকটি স্পা থেকে পুলিশকে ডাকা হয়। সেখানে গুলিতে নিহত আরেকজনের মরদেহ পাওয়া যায়।

সেখানে তল্লাশির সময় ওই সড়কেই আরেকটি হামলা খবর পায় পুলিশ। সেখানেও উদ্ধার করা হয় একজনের মরদেহ। এছাড়া আটলান্টার চেরোকি কাউন্টিতে আরেকটি পার্লারে হামলা হয় বলে জানান তিনি।

এদিকে পুলিশ আরো জানায়, রবার্ট অ্যারন লং নামের সন্দেহভাজন হামলাকারীকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ক্রিসপ কাউন্টি থেকে আটক করা হয়েছে। এই তিন হামলার ঘটনায় ওই ব্যক্তির কোনরকম যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

তবে, এসব হামলার সূত্র সম্পর্কে এখনো পুলিশ কিছু জানাতে পারেনি। পুলিশ বলেছে, এশীয় নারীদের লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। তৃতীয় স্পায় হামলায় এক শ্বেতাঙ্গ নারী ও এক শ্বেতাঙ্গ পুরুষ নিহত হন। আটলান্টায় নিহত চার জনই এশীয় বংশোদ্ভূত বলে নিশ্চিত করেছে পুলিশ।