প্রধানত বাতাসের মাধ্যমেই ছড়ায় করোনাভইরাস
![]()
নিউজ ডেস্ক
বাতাসের মাধ্যমে করোনা ছড়ায় কি না? তা নিয়ে শুরু থেকেই নানা ধরনের তথ্য দিয়ে আসছিলো বিশেষজ্ঞরা। এবার বাতাসের মাধ্যমে করোনা ছড়ায় এমন দৃঢ় প্রমাণ পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ছয়জন বিশ্লেষজ্ঞ। সম্প্রতি ওই গবেষকদের করা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন দ্য ল্যানসেট।
অন্যদিকে, বড় বড় ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর যথেষ্ট প্রমাণ পায়নি তারা।
বিষেজ্ঞদের মধ্যে একজন হোসে লুইস জিমেনেজ বলেন, বাতাসের মাধ্যমে করোনার বিস্তারের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তিনি কো-অপারেটিভ ইনস্টিটিউট ফর রিসার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্সেস সি/আই/আর/ই/এস ও ইউনিভার্সিটি অব কলোরাডো বৌলডারের রসায়নবিদ।
তার দাবি, বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পক্ষে ব্যাপক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। বড় বড় ড্রপলেট বা হাঁটি কাশির বড় বড় যেসব বিন্দু আকারে জলীয়বাষ্প বেরিয়ে যায় তার মাধ্যমে এই সংক্রমণ ছড়ানোর পক্ষে প্রমাণ কম।
তিনি দাবি করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য স্বাস্থ্যসেবা বিষয়ক এজেন্সিকে সংক্রমণ বিষয়ে বিজ্ঞানসম্মত বর্ণনা প্রচার করা খুব জরুরি। যাতে বাতাসের মাধ্যমে সংক্রমণ কমিয়ে আনা যায়।
এই গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের তৃষ গ্রিনহাফ। তার নেতৃত্বে বিশেষজ্ঞরা তাদের গবেষণা পর্যালোচনা শেষে তা প্রকাশ করেছেন এবং বাতাসের মাধ্যমে যে এই ভাইরাস প্রধানত ছড়ায় তার পক্ষে যুক্তি হিসেবে ১০টি পয়েন্ট উত্থাপন করেছেন।
বাতাসে ভাইরাস ছড়ায় তার পক্ষে ১০টি যুক্তি উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে। সুপার স্প্রেডার ইভেন্টের একটি স্কাগিট চোইর প্রাদুর্ভাব। এতে একজন থেকে ৫৩ জন আক্রান্ত হয়।
এতে আরো বলা হয়, করোনা সংক্রমণ আবদ্ধ ঘরে বেশি ছড়ায়। বাতাস চলাচলের পথ খোলা রেখে সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনা যায়।
গবেষণায় দেখা গেছে, উপসর্গ নেই, ব্যক্তি থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আর এমনভাবে আক্রান্ত হওয়ার শতকরা হার মোট সংক্রমণের ৪০ ভাগ।
বিশ্বজুড়ে এই নীরব সংক্রমণ করোনা ছড়িয়ে পড়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পক্ষান্তরে এই টিমটি দেখতে পেয়েছেন, বড় বড় ড্রপলেটের মাধ্যমে সহজেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে এমন খুব সামান্যই প্রমাণ পেয়েছেন তারা।