মিয়ানমারের আবারো সেনাদের গুলিতে ২০ জন নিহত
 
                 
নিউজ ডেস্ক
মিয়ানমারের এইয়ারওয়াদি ব-দ্বীপ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে শনিবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, এইয়ারওয়াদিতে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসীদের সাথে সংঘর্ষ বাঁধে। গুলতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টার সময় ঘটে হতাহতের ঘটনা। সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র লুকিয়ে রাখা ও বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এক বাসিন্দা বলেন, গ্রামবাসীরা শুধুমাত্র তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে অনেক গ্রামবাসী হতাহত হয়েছেন। খিত থিত মিডিয়া ও বার্তা সংস্থা ডেল্টা জানিয়েছে, সংঘর্ষে ২০ জন নিহত ও আরও বহু লোক আহত হয়েছেন।
এছাড়া, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। মিয়ানমারে ১ ফেব্রুয়ারি থেকে জান্তাবিরোধী বিক্ষোভে ৮৪৫ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার সাড়ে ৪ হাজারের বেশি।
