ভারত থেকে অবৈধ ভাবে প্রবেশের সময় বিজিবর অভিযানে আটক ছয় - Southeast Asia Journal

ভারত থেকে অবৈধ ভাবে প্রবেশের সময় বিজিবর অভিযানে আটক ছয়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার ভারত সীমান্ত জুড়ে বিজিবি সীমান্ত টহল জোরদার করেছে। অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় গতকাল সোমবার নারী, শিশুসহ গত ২৪ ঘণ্টার অভিযানে ছয় বাংলাদেশিকে আটক করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি। আটক ব্যক্তিরা চট্টগ্রাম, নওগাঁ, খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।

জানা গেছে, অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় গত ২৮ এপ্রিল থেকে এ পর্যন্ত তিনজন মানবচপাচারকারিসহ মোট ৫৭ জনকে আটক করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে প্রচালিত আইনে সাতক্ষীরার বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।