বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমতি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ ছাড়াও চীন ও ভারতের দুটি টিকার মানুষের শরীরে পরীক্ষার (হিউম্যান ট্রায়াল) জন্য নীতিগত অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। বুধবার সকালে বিএমআরসির বিশেষজ্ঞদের সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএমআরসি বলছে, শিম্পাঞ্জি ও বানরের ওপর এই টিকাগুলোর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্ত কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে। শর্ত পূরণ করে হিউম্যান ট্রায়ালে যেতে পারবে।

বাংলাদেশে বহুদিন থেকে টিকার ট্রায়াল নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বিএমআরসির সিদ্ধান্ত বিলম্বিত হওয়ায় বিজ্ঞানীদের একটি অংশের মধ্যে হতাশা ছিল।

আইসিডিডিআরবির দুজন বিজ্ঞানী চীন ও ভারতের টিকার জন্য আর গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্সের টিকার ট্রায়ালের জন্য অনুমোদন চেয়েছিল।