সাতক্ষীরা সীমান্তে ভারতীয়সহ আটক ১১ - Southeast Asia Journal

সাতক্ষীরা সীমান্তে ভারতীয়সহ আটক ১১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরা থেকে ১১ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটক ১১ জন হলেন খুলনার কয়রা এলাকার ইয়াছিন সানা, তার স্ত্রী লাভলী বেগম ও মেয়ে মুন্নি; খুলনার দৌলতপুর এলাকার কৃষ্ণা মণ্ডল, শিলা বেগম ও রিজিয়া বেগম; চুয়াডাঙ্গার ঝর্ণা; কিশোরগঞ্জের খাদিজা ও নাইমা এবং ভারতের স্বরূপনগর থানার আফতাব মোল্যা ও তার মেয়ে রুহিনী।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহলরত সদস্যরা ১১ জনকে আটক করেন। তাদের মধ্যে নয়জন বাংলাদেশিকে সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়ার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে।

১৪ দিন পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এ ছাড়া বাকি দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্ত থেকে তিনজন মানব পাচারকারীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা ও তিনজন ভারতীয় নাগরিক।