করোনায় ৮ জেলায় ৫৯ জনের মৃত্যু - Southeast Asia Journal

করোনায় ৮ জেলায় ৫৯ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনাসহ ৮ জেলায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জন এবং উপসর্গে ২৪ জন মারা গেছে। এদিকে, সংক্রমণ ও মৃত্যু বাড়লেও এখনও লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানছেন না লোকজন।

রাজশাহী মেডেকেলে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৯ জনই রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁ ও নাটোরে দুই জন করে। গত দুদিন সংক্রমণের হার ২৯ ও ৩৩ শতাংশ থাকলেও আজ বেড়ে ৩৪ দশমিক চার নয় শতাংশ।

খুলনায় করোনায় মারা গেছে ৯ জন। কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে আরো ৭ জনের। করোনা ও উপসর্গে যশোরে ১০, সাতক্ষীরায় ৯ এবং ঝিনাইদহে তিনজন মারা গেছে। বগুড়ায় মারা গেছে তিনজন। ফরিদপুরে মারা গেছে আরও একজন। সেখানে সংক্রমণের হার ৪৪ দশমিক তিন শতাংশ।

চিকিৎসকরা বলছেন, কেবল চিকিৎসা সেবা দিয়ে সংক্রমণ ও মৃত্য হার কমানো সম্ভব নয়, প্রয়োজেন সচেতনতা। এদিকে, ঢাকার আশপাশের সাত জেলাসহ বিভিন্ন জায়গায় লকডাউন অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে ঘোরফেরা করছে লোকজন।

গতকালও রাজশাহী, খুলনাসহ ১০ জেলায় করোনায় ৩৮ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়। এর মধ্যে রাজশাহী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জন মৃত্যু হয়েছে।
২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছিলো ৬৫ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার ৩ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ ও উপসর্গ নিয়ে ১ জন মারা যায়।

এছাড়া, কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হয়। যশোর ও সাতক্ষীরায় করোনা আক্রান্ত ৬ ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা যায় গতকাল।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১১ এলাকা আজ থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সাতক্ষীরা ও নাটোরে চলছে তৃতীয় দফার লকডাউন। টাঙ্গাইল শহর ও এলেঙ্গা পৌর এলাকার পর আজ থেকে কালিহাতি পৌর এলাকাও এলো লকডাউনের আওতায়।