৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলো বঙ্গবন্ধু কৃষি পদক

নিউজ ডেস্ক
কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪২৪ বঙ্গাব্দের এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষি ভিত্তিক শিল্প কারখানা নির্মাণ ও কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্ব বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠোনে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী মো.আব্দুর রাজ্জাক পুরস্কারজয়ীদের হাতে পদক তুলে দেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ নিয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষি গবেষনায়।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বহু জমি পতিত রয়েছে, সেখানে কীভাবে ফসল ফলানো যায় তার গবেষণায় এরই মধ্যে সাফল্য এসেছে। এখন প্রায় ৮০ হাজার হেক্টর অতিরিক্ত পতিত জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে।
কৃষিকে আরো গতিশীল করতে, সার, বীজ, জ্বালানী ও কৃষি যন্ত্রপাতিতে বিপুল অংকের ভর্তুকি দেয়ার কথাও জানান সরকার প্রধান। এখন পর্যন্ত ২ কোটি ৫ লাখের বেশি কৃষককে প্রনোদনার টাকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নানা অবদানের জন্য ৩২ জনকে দেয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক।
কৃষি গবেষণা, সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষের মত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ৫টি স্বর্ণপদক, ৯টি রৌপ্যপদক ও ১৮টি ব্রোঞ্জপদক।
পদকের পাশাপাশি বিজয়ীদের সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা ১ লাখ টাকা, রৌপ্যপদক প্রাপ্তরা ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা ২৫ হাজার টাকা করে পেয়েছেন।