বাঘাইছড়িতে মৎস্য কর্পোরেশনের অভিযানে জব্দ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস - Southeast Asia Journal

বাঘাইছড়িতে মৎস্য কর্পোরেশনের অভিযানে জব্দ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে মৎস্য কর্পোরেশনের অভিযানে জব্দ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও মাছ ধরার সময় আটক ৮টি নৌকা দশ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

এ সময় উপজেলা মৎস্য কর্পোরেশনের ইনচার্জ মফিজুল ইসলাম, নৌ-পুলিশের এস আই জামাল হোসেন, টি এস আই আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধির লক্ষে পহেলা মে থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় নিবন্ধিত জেলেদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হয়, এর পরেও কারেন্ট জাল দিয়ে মা মাছ শিকার খুবই দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে নৌ-পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করছে মৎস্য কর্পোরেশন।

উপজেলা মৎস্য কর্পোরেশনের ইনচার্জ মফিজুল ইসলাম জানান, আটক নৌকা ও পুড়িয়ে ধ্বংস করা ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৬০ হাজার টাকা।