মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫ - Southeast Asia Journal

মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রবিবার এ খবর প্রকাশ করেছে রয়টার্স। আরও ৪/৫ দিন টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে ভারি বর্ষণে দুটি বাড়ি ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। অনেকেই ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

ভাসিনাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।