এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো বিমান বাহিনী প্রধানকে - Southeast Asia Journal

এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো বিমান বাহিনী প্রধানকে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বলেন, ‘চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চিফ অব নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ এয়ার চিফকে এই এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।’

ইমরুল কায়েস বলেন, অনুষ্ঠানের পর, প্রধানমন্ত্রী বিমা বাহিনীর প্রধানকে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন এবং বিমানবাহিনী প্রধান এসময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।
প্রধানমন্ত্রীর অফিস সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) নকিব আহমেদ চৌধুরী এ সময় অন্যান্যের মাঝে উপস্থিতি ছিলেন।

এর আগে ১২ জুন বিকালে শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।