রবিবার বন্ধ থাকবে ব্যাংক, ৯ ও ১০ আগস্ট লেনদেন ১০-৩টা - Southeast Asia Journal

রবিবার বন্ধ থাকবে ব্যাংক, ৯ ও ১০ আগস্ট লেনদেন ১০-৩টা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী রবিবার ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়, আগামী রবিবার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৪টা পর্যন্ত।

করোনার সংক্রমণ কমাতে সব ধরনের অফিস বন্ধ রেখে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আটদিনের জন্য সব বিধিনিষেধে তুলে নেওয়া হয়।

এরপর গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ চলছে, যা ৫ আগস্ট শেষ হচ্ছে। এই বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।