মিয়ানমারে আরও দুই সাংবাদিক গ্রেফতার - Southeast Asia Journal

মিয়ানমারে আরও দুই সাংবাদিক গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের জান্তা সরকার দেশটির আরও দুইজন স্থানীয় সাংবাদিককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সেদেশের সেনা নিয়ন্ত্রিত একটি টেলিভিশন। গ্রেফতার দুজনের নাম সিথু অং মিন্ট ও হতেত হতেত খিন। ফ্রন্টিয়ার মিয়ানমারের কলামনিস্ট সিথু অং মিন্ট ভয়েস অব আমেরিকা রেডিও’র ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতেন। ফ্রিল্যান্সার হতেত হতেত খিন বিবিসি বার্মিজ বিভাগের হয়েও কাজ করেছেন।

এ দুজনকে গত ১৫ আগস্ট গ্রেফতার করা হয় বলে সেনা নিয়ন্ত্রিত টিভির খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পর্যবেক্ষকরা বলছেন, গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গণমাধ্যমের ওপর যে আক্রমণ চলছে, দুই সাংবাদিককে গ্রেফতার তার সর্বশেষ নজির।

মিন্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে; আর খিনকে ধরা হয়েছে মিন্টকে আশ্রয় দেওয়া এবং ছায়া জাতীয় ঐক্য সরকারকে সমর্থন ও তার হয়ে কাজ করার অভিযোগে।