যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন হেনরি
নিউজ ডেস্ক
ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন হেনরি। ক্ষয়ক্ষতি এড়াতে নিউইয়র্ক সিটিতের জারি করা হয়েছে জরুরি অবস্থা।
রোববার নিউইয়র্কের লং আইল্যান্ড অথবা নিউ ইংল্যান্ডে হারিকেনটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে। হেনরির প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেখা দিতে পারে বন্যা। নিউইয়র্ক, নিউ ইংল্যান্ড ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে কানেক্টিকাট, ম্যাসাচুসেটস এবং নিউজার্সিতে। এরইমধ্যে বন্যা দেখা দিয়েছে নিউজার্সিতে।
হেনরির প্রভাবে কানেক্টিকাট ৫ থেকে ১০ দিন বিদ্যুৎবিচ্ছিন্ন থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।এদিকে, হারিকেন গ্রেসের প্রভাবে সৃষ্ট বন্যায় মেক্সিকোতে ৮ জনের মৃত্যু হয়েছে।