বান্দরবানে পুঁতে রাখা ১২ মর্টারশেল উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমায় পরিত্যক্ত ১২টি মর্টারশেল উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাচারঢেউ এলাকা থেকে মর্টারশেলগুলো উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সাঙ্গু নদী অতিক্রম করে ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাটির নিচে পুঁতে রাখা ১২টি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজল দল এসে মর্টারশেলগুলো নিষ্ক্রিয় করে।
রুমা (২৮ বীর) জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী নানা অপরাধে জড়িত রয়েছে। সেনাবাহিনী এলাকাবাসীর নিরাপত্তা সুরক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে।