দুবাইফেরত বিমানের শৌচাগার থেকে ১৩.৯২ কেজি সোনার বার উদ্ধার - Southeast Asia Journal

দুবাইফেরত বিমানের শৌচাগার থেকে ১৩.৯২ কেজি সোনার বার উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের শৌচাগারে টয়লেট পেপারবক্স থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ১৩.৯২ কেজি ওজনের বারগুলোর মূল্য প্রায় ১০ কোটি টাকা।

মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৪০৪৮ উড়োজাহাজে তল্লাশি চালিয়ে বারগুলো উদ্ধার করা হয়।

গোপন সূত্রে তথ্য পেয়ে এই অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিআইআইডি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উড়োজাহাজের ৩এফ-১আরসি শৌচাগার থেকে কালোটেপে মোড়ানো সন্দেহজনক ছয়টি বান্ডিল উদ্ধার করার কথা জানায় সিআইআইডি।

তবে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা হয়নি।