ভারতে অনুপ্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে গ্রেফতার ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর থেকে তিনজনকে গ্রেফতার করেছে বিজিবি। তাদের সবার বাড়ি রংপুর জেলায়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিনগত রাতে মাটিলা বিওপির এলাকার একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়। তারা প্রত্যেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।