বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উখিয়ার ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ আব্দুল জব্বার প্রকাশ পুতিয়া (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ৬নং রোহিঙ্গা ক্যাম্প এ ব্লকের হিল/১১ রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইউএস মেইড লেখা পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।

আটক পুতিয়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্প- ২ ওয়েস্টের ডি/৪ সি ব্লকের আব্দুল কুদ্দুসের ছেলে।

কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, উদ্ধার পিস্তলের বডিতে ইংরেজিতে Made in usa লেখা রয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার তাকে হস্তান্তর করা হয়েছে।